• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৫:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইট ক্লাবে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে হাসপাতালের গাড়িটিকে গুলি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে।

বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে গোলাগুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসলে তাদের গাড়ি লক্ষ্য করে আবারো গুলি চালানো হয়। তবে হামলাকারী সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ