প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৭:০৯ পিএম
কুয়েত বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের চার নাম্বার টার্মিনালে অপেক্ষারত অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে ফ্লাইটে ওঠার আগেই এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে একজন তদন্তকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহ সরানোর নির্দেশ দেন।
আরব টাইমস জানিয়েছে, বাংলাদেশি ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি পরীক্ষার জন্য ফরেনসিক মেডেসিন অফিসে স্থানান্তর করা হয়েছে।
মৃত বাংলাদেশি ওই যাত্রীর নাম-পরিচয় জানানো হয়নি এবং তিনি কোথায় যাওয়ার জন্য ফ্লাইটে ওঠার অপেক্ষা করছিলেন সেটিও জানা যায়নি।
এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে কুয়েত বিমানবন্দরে এটি দ্বিতীয় কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা।
মাত্র কয়েকদিন আগে কুয়েত বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে এক পাকিস্তানি নারী প্রাণ হারিয়েছিলেন। ঘটনার সময় ওই নারীর স্বামীও তার সঙ্গে ছিলেন।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/