• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বাংলাসহ ১০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৭:১০ পিএম

বাংলাসহ ১০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

আন্তর্জাতিক ডেস্ক

বছর ঘুরেই চলে এসেছে মুসলমানদের পঞ্চস্তম্ভের অন্যতম হজ। গত বছর প্রথমবারের মতো বাংলায় খুতবা অনুবাদ করা হয়। গত বছরের মতো বছরও খুতবা বাংলায় অনুবাদ করা হবে। ছাড়া আরও ৯টি ভাষায়ও খুতবা অনুবাদ করা হবে।

শনিবার ( জুলাই) জেদ্দা ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে সৌদি গেজেট জানায়, গত বছরের মতো বছরও বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, মালাই, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ হাউসা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে। অনুবাদ কার্যক্রম পরিচালনায় এটি বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প। সৌদি সরকার হারামাইন শরিফাইনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে।

খুতবা অনুবাদের অভিনব উদ্যোগ নেয়ার ব্যাপারে সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রেসিডেন্ট শায়খ . আবদুর রহমান আল সুদাইস জানিয়েছেন, ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ।

২০২০ সালেই প্রথমবারের মতো ১০টি ভাষায় খুতবা অনুবাদ হয়। এর আগে প্রতি বছর সরাসরি পাঁচটি ভাষায় খুতবা অনুবাদ করা হতো।

মামুন/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ