• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অক্সফোর্ডের টিকা নিরাপদ ও কার্যকর

প্রকাশিত: মে ২, ২০২১, ০৮:০১ পিএম

অক্সফোর্ডের টিকা নিরাপদ ও কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। বৃহস্পতিবার (১১ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র এ কথা জানিয়েছেন।

মুখপাত্র সাংবাদিকদের বলেন, 'আমরা এই ব্যাপারটিতে পরিষ্কার যে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ ও কার্যকর। আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করলে আমরা টিকাটি নিতে বলব। আমরা যে আত্মবিশ্বাসে টিকাটি নিচ্ছি, সে অনুযায়ী অন্যরাও নিতে পারে। টিকা কর্মসূচি নেয়ার পর দেশজুড়ে আক্রান্ত ও মৃত্যুর হার কমার চিত্র আমরা দেখতে পেয়েছি।'

এক বিবৃতিতে কানাডার স্বাস্থ্য বিভাগ জানায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ। এ টিকায় এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা নেই।

এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর শরীরে রক্ত জমাট বেঁধেছে এমন প্রতিবেদনে টিকা কর্মসূচি স্থগিত করেছে থাইল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ড।

ইতোমধ্যে ইউরোপের ৫০ লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। এরমধ্যে ৩০ জনের শরীরে রক্ত জমাটের তথ্য পাওয়া গেছে।

এদিকে কিছু দেশের অ্যাস্ট্রাজেনেকার টিকা কর্মসূচি স্থগিত করার পর ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) জানায়, টিকার কারণে রক্ত জমাট বাঁধছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আর অ্যাস্ট্রাজেনেকা বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার নিরাপত্তার দিকটি ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 

এএএম

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ