• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাঝ-আকাশে বিকল বিমানের ইঞ্জিন, অতঃপর…

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৭:৩৯ পিএম

মাঝ-আকাশে বিকল বিমানের ইঞ্জিন, অতঃপর…

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মাঝ-আকাশে একইদিনে দুটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের মুখে পড়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২৯ আগস্ট) ইন্ডিগোর কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমানের একটি ইঞ্জিন মাঝ-আকাশেই বন্ধ হয়ে যায়। ফ্লাইটটি অবশ্য নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, সংস্থাটির অন্য একটি ফ্লাইটেও একই ধরনের সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সকালের দিকে ইন্ডিগোর মাদুরাই-মুম্বাই ফ্লাইটে প্রথম ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। 

তবে দুটি ফ্লাইটই নিরাপদে অবতরণ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

মুম্বাইতে অবতরণের আগে বিমানে ‘প্রযুক্তিগত সমস্যা’ দেখা দিয়েছিল উল্লেখ করে ইন্ডিগো’ও একটি বিবৃতি প্রকাশ করেছে। 

দুটি বিমানই প্র্যাট এবং হুইটনি ইঞ্জিনে চলছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশটির বিমান সংস্থাগুলোতে বিমান পরিচালনার সময় মোট ৩৩৮টি প্রযুক্তিগত সমস্যা দেখা গেছে। এর মধ্যে কেবল ইন্ডিগো এয়ারলাইনসেই ২০৬টি প্রযুক্তিগত ত্রুটির খবর তালিকাভুক্ত করা হয়েছে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ