• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নজিরবিহীন দাবানলে বিপর্যস্ত কানাডা, সরিয়ে নেয়া হচ্ছে হাজারো বাসিন্দাদের

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৭:৩৯ পিএম

নজিরবিহীন দাবানলে বিপর্যস্ত কানাডা, সরিয়ে নেয়া হচ্ছে হাজারো বাসিন্দাদের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

একের পর এক দাবানলে বিপর্যস্ত কানাডা। ব্রিটিশ কলম্বিয়ার পর এবার পুড়ে ছাই উত্তর-পশ্চিমাঞ্চলের নর্থওয়স্টের বিস্তীর্ণ এলাকা। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সব কিছু। এরই মধ্যে আগুন ঢুকে পড়েছে ইয়েলোনাইফ শহরে। প্রাণহানির শঙ্কায় সেখানকার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের আগুন নিয়ন্ত্রণে দমকলবাহিনীর পাশাপাশি কাজ করছে কানাডার সেনাবাহিনী। ব্যবহার করা হচ্ছে ওয়াটার বোম্ব।

তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না তারা। আগামী ৪৮ ঘণ্টাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে শুক্রবারের (১৮ আগস্ট) মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশপাশের এলাকাগুলো থেকেও মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে।

এএফপির প্রতিবেদন মতে, চলতি বছর কানাডার ১৩টি প্রদেশের সবগুলোতেই কোথাও না কোথাও দাবানল ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) পর্যন্ত কুইবেক, আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়াসহ দেশজুড়ে অন্তত ১ হাজার ১০০টি সক্রিয় দাবানল দেখা গেছে।

এসব দাবানলে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার ভূমি বা বনভূমি পুড়ে খাক হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৬৮ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। নর্থওয়েস্ট টেরিটরিজ অঞ্চলে গত ১০ বছরে প্রতিবছর গড়ে ১৮৫টি দাবাদল দেখা গেছে। তবে চলতি বছর সেই সংখ্যা একলাফে ২৬৫টিতে দাঁড়িয়েছে।

অস্বাভাবিক তাপমাত্রার কারণে এসব দাবানল সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নর্থওয়েস্ট টেরিটরিজে গত জুলাইয়ে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর পেছনে জলবায়ু পরিবর্তনের একটা বড় প্রভাব রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এদিকে দাবানলের কবলে স্পেনের ক্যানারি আইল্যান্ডও। গত মঙ্গলবার (১৬ আগস্ট) স্থানীয় সময় রাতে দ্বীপটির মাউন্ট টেইড অঞ্চলের আশপাশে ছড়িয়ে পড়ে দাবানল। ভয়াবহ আগুনে পুড়ে ছাই একের পর এক বনাঞ্চল। প্রাণহানির শঙ্কায় সেখান থেকেও সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। পরিস্থিতির অবতির শঙ্কায় জারি হয়েছে সতর্কতা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ