• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৌদি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০১:৫১ এএম

সৌদি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় বিকেলে তিনি রিয়াদে পৌঁছেছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী একদিনের সফরে রিয়াদ বিমানবন্দরে পৌঁছলে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান।

সফরে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে’ বিভিন্ন আলোচনা হবে।

চলতি বছরের মার্চে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর জুনে প্রথম সফরে তেহরান যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিভিন্ন বিষয় নিয়ে দু’পক্ষের আলোচনার পর একটি যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হবে।

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনরায় শুরু করতে রাজি হয়।

২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। ওই ঘটনা প্রতিক্রিয়ায় তেহরানের সৌদি দূতাবাসে ইরানি বিক্ষোভকারীরা হামলা চালায়। এই হামলার ঘটনার জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ