• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০১:৫৬ এএম

আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূর্ব-সতর্কতার অংশ হিসেবে পর্যটক ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।

টাওয়ার এলাকা এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১২ আগস্ট) এএফপির এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

টাওয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শনিবার (১২ আগস্ট) বোমা হামলার হুমকির পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

স্থানীয় সময় দেড়টার কিছুক্ষণ পরই টাওয়ার চত্ত্বর থেকে পর্যটক ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে। তবে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে সে ব্যাপারে কিছুই বলা হয়নি।

খবরে আরও বলা হয়েছে, টাওয়ারের দেখভালকারী সংস্থা এসইটিই জানিয়েছে, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এরই মধ্যে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

সংস্থার একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের পরিস্থিতি খুবই বিরল। তবে এমন অবস্থায় সচরাচর যেটা করা হয়, সেটাই করা হচ্ছে।’ 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ