• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাকিস্তানে এবার তত্ত্বাবধায়ক প্রধান নিয়ে দ্বন্দ্ব

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৭:২৩ পিএম

পাকিস্তানে এবার তত্ত্বাবধায়ক প্রধান নিয়ে দ্বন্দ্ব

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। শনিবারের (১২ আগস্ট) মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম সুপারিশ করতে শাহবাজ শরীফকে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট আলভি।

শনিবার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আলভির চিঠিতে অনেকটা মনোক্ষুণ্ন হয়েছেন শাহবাজ শরিফ। তিনি প্রেসিডেন্টের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি প্রেসিডেন্ট আলভি ঠিক মতো পাকিস্তানের সংবিধান পড়েননি বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান অনুযায়ী এখনও তার হাতে আট দিন সময় আছে বলে জানান শাহবাজ।

এদিকে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেই ইস্যুতে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেননি শাহবাজ শরীফ এবং বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন জোট সরকারের গত প্রায় দেড় বছরের শাসনামলে ‘বন্ধুত্বপূর্ণ বিরোধী নেতা’ হিসেবে পরিচিত ছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) একাংশের চেয়ারম্যান রাজা রিয়াজ।

ডন জানিয়েছে, সেই বন্ধুত্বপূর্ণ বিরোধী নেতা এখন সম্পূর্ণ বদলে যাওয়া মানুষে পরিণত হয়েছেন এবং তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিজের পছন্দের প্রার্থীর নাম দিতে দেরি করছেন। ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

সূত্র জানিয়েছে, পিএমএলএনের শীর্ষ প্রধান নওয়াজ শরিফ তার ছোটো ভাই এবং দলের চেয়ারম্যান শাহবাজ শরিফকে এই মর্মে নির্দেশনা দিয়েছেন সদ্য বিদায় নেয়া সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার অথবা সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তার দল।

অন্যদিকে রাজা রিয়াজ চাইছেন, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জরানিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী করা হোক। 

বৃহস্পতি-শুক্রবার দুই দফা বৈঠক করেও এই ইস্যুতে শাহবাজ ও রিয়াজ ঐকমত্যে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে ডন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ