• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কারাগারে বাকি জীবন কাটাতে প্রস্তুত ইমরান খান!

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৫:৫৪ পিএম

কারাগারে বাকি জীবন কাটাতে প্রস্তুত ইমরান খান!

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান কারাগারে তার বাকি জীবন কাটাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন তার কৌঁসুলি নাইম হায়দার পাঞ্জোথা।

সোমবার (৭ আগস্ট) ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান কৌঁসুলি পাঞ্জোথা। খবর জিও নিউজের।

পাঞ্জোথা বলেছেন, ‘পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান অ্যাটক কারাগারে খারাপ অবস্থায় রয়েছেন। তাকে সেখানে সি ক্লাস সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।’ কারাগারের অবস্থার বর্ননা করে তিনি বলেন, ‘কারাগারে অনেক মাছি ও পোকামকড় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইমরান খান বলেছেন, তিনি তার বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত।’

ইমরান খানের কৌঁসুলি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে একটি ছোট ঘর দেয়া হয়েছে। ঘরটির সঙ্গে একটি খোলা শৌচাগার রয়েছে। ইমরান খান আমাকে বলেছেন, ‍পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন তাকে গ্রেফতারি পরোয়ানা দেখায়নি। এছাড়াও পুলিশ তার স্ত্রী বুশরা বিবির ঘরের দরজা ভাঙার চেষ্টা করছিল।’

পাঞ্জোথা বলেন, ‘পিটিআই চেয়ারম্যান বলেছেন যে, তাকে তার স্ত্রীর সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি দেয়া উচিত।’

আপিলের বিষয়ে পাঞ্জোথা সাংবাদিকদের বলেন, ‘ইমরান খানের কাছে থেকে পাওয়ার অব অ্যাটর্নির স্বাক্ষর নেয়া হয়েছে। মঙ্গলবার ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে।’

এর আগে, রোববার পিটিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি দাবি করেছেন,  কারাগারে ইমরান খানের জীবন হুমকির মধ্যে রয়েছে। সেখানে তাকে খেতে দেয়া হচ্ছে না ।

শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এছাড়াও আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। রায়ের পরপর তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। এরপর তাকে অ্যাটক কারাগারে পাঠানো হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ