প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৭:০১ পিএম
মস্কোতে আবারও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কেবল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। অবশ্য ঘণ্টখানেক পরই তা আবার চালু করে দেয়া হয়।
রোববার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে দেশটিতে তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। অবশ্য এ আক্রমণের জের ধরে মস্কোর একটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, মস্কো শহরের উপকণ্ঠে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। অন্য দুটি ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে দমন করা হলে একটি অফিস কমপ্লেক্সে ভেঙে পড়ে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
ড্রোন হামলার এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলার চেষ্টা’ বলে অভিহিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা এক টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘৩০ জুলাই সকালে মস্কো শহরে ড্রোনের সাহায্যে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘একটি ইউক্রেনীয় ইউএভি ড্রোনকে মস্কো অঞ্চলের ওডিনসোভো এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আকাশেই ধ্বংস করা হয়েছে। এছাড়া আরও দুটি ড্রোন ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে দমন করা হয় এবং পরে সেগুলো নিয়ন্ত্রণ হারিয়ে মস্কোর অনাবাসিক ভবন কমপ্লেক্সে বিধ্বস্ত হয়।’
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, ‘শহরের দুটি অফিস টাওয়ারের সম্মুখভাগ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ নিহত কিংবা আহত হয়নি।’
এদিকে, ড্রোন হামলার পর মস্কোর একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, ড্রোন হামলার পর রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ফ্লাইটগুলোকে অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া হয়।’
যদিও এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/