• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সামরিক মহড়ার সময় অস্ট্রেলীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৯:১৫ পিএম

সামরিক মহড়ার সময় অস্ট্রেলীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার উত্তর–পূর্ব উপকূলে বড় সামরিক মহড়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর অস্ট্রেলিয়ার সামরিক বিমানের চারজন ক্রুর খোঁজ পাওয়া যায়নি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস আজ শনিবার খবরটি নিশ্চিত করেছেন।

এমআরএইচ-৯০ তাইপান নামের হেলিকপ্টারটি গতকাল শুক্রবার রাতে কুইন্সল্যান্ডের হ্যামিল্টন আইল্যান্ডের জলসীমায় বিধ্বস্ত হয়। লিকপ্টারটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশের সেনাদের নিয়ে চলমান ট্যালিসম্যান সেবার নামে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

গতকাল রাতে ১২ ঘণ্টার অনুসন্ধান অভিযান চালিয়েও হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যায়নি। আজ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস বলেন, ‘এ মুহূর্তে আমরা আপনাদের বলতে পারি, চারজন ক্রু নিখোঁজ।’ তিনি বলেন, নিখোঁজ চার ক্রুয়ের পরিবারকে এ ব্যাপারে জানানো হয়েছে। শনিবারও (আজ) অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।

রিচার্ড মারলেস আরও বলেন, ‘আজ আমরা ভালো খবর পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।’

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার সেনারা সম্মিলিতভাবে ট্যালিসম্যান সেবার নামের ওই মহড়ায় অংশ নিয়েছিল। ওই মহড়ার দ্বিতীয় সপ্তাহ চলছিল। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা ওই মহড়া স্থগিত করেছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ