• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির লাশ উদ্ধার

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ০৩:৩৪ এএম

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি লেক থেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে। লেকটির অবস্থান অঙ্গরাজ্যের মার্থাস ভাইনল্যান্ড দ্বীপে ওবামার পারিবারিক বাড়ির কাছে। গতকাল সোমবার ম্যাসাচুসেটস পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য বলছে, ওই বাবুর্চির নাম টাফারি ক্যাম্পবেল। এডগারটাউন গ্রেট পন্ড নামের লেকটিতে প্যাডেল বোর্ডিং করার সময় ডুবে যান তিনি। খবর পেয়ে গত রোববার তল্লাশি শুরু করে পুলিশ। পরে পানির প্রায় আড়াই মিটার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি লাইফ জ্যাকেট পরে ছিলেন না।

৪৫ বছর বয়সী ক্যাম্পবেল ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডামফ্রাইস শহরের বাসিন্দা ছিলেন। সম্প্রতি তিনি মার্থাস ভাইনল্যান্ড দ্বীপে এসেছিলেন। তবে তাঁর মৃত্যুর সময় ওবামা পরিবারের কোনো সদস্য দ্বীপটিতে তাঁদের পারিবারিক বাড়িতে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। ক্যাম্পবেলের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ক্যাম্পবেল আগে থেকেই হোয়াইট হাউসে বাবুর্চি হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে প্রেসিডেন্টের মেয়াদ শেষে বারাক ওবামা হোয়াইট হাউস ত্যাগের পর তাঁর পরিবারের হয়ে রান্নাবান্না শুরু করেন তিনি। ক্যাম্পবেলের মৃত্যুর পর একটি যৌথ বিবৃতি দিয়ে ওবামা বলেছেন, ‘তিনি আমাদের পরিবারের একটি অংশ ছিলেন।’

ওবামা বলেন, ‘খাবারের বিষয়ে ক্যাম্পবেল ছিলেন সৃষ্টিশীল ও উৎসাহী একজন মানুষ। তাঁর সঙ্গে থাকা বছরগুলোতে আমরা তাঁকে একজন বন্ধুত্বপূর্ণ, মজার, অসাধারণ দয়াশীল হিসেবে পেয়েছি। তিনি আমাদের সবার জীবনকে আরও আলোকিত করেছেন। এ কারণেই হোয়াইট হাউস ত্যাগের সময়, তাঁকে আমাদের সঙ্গে থাকতে বলি। আর তিনি রাজিও হন। তাঁর না থাকাটা আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে।’

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ