• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ‍ভূমিকম্প

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৮:১৮ পিএম

তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ‍ভূমিকম্প

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের দুযোর্গ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় ৮টা ৪৪ মিনিটে দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হনে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল কোজান জেলা। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।

শহরের সিটি সেন্টার এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে তারা সড়কে অবস্থান নেন।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বড় ধরনের ক্ষতি হয়নি এবং হতাহতেরও তথ্য মেলেনি।

গত ফেব্রুয়ারিতে তুরস্কে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এতে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ