• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কলেজের শৌচালয়ে ছাত্রীর ভিডিও তোলার অভিযোগ

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৬:০৯ পিএম

কলেজের শৌচালয়ে ছাত্রীর ভিডিও তোলার অভিযোগ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

কলেজের শৌচালয়ে ছাত্রীর ভিডিও তোলার অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে ভারতের কর্নাটকের উদুপিতে। একটি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের শৌচালয়ে ছাত্রীর ভিডিও তোলা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কলেজের তিন ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে।

সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

অভিযোগ, কলেজের শৌচালয়ে ক্যামেরা রেখেছিলেন ঐ তিন ছাত্রী। সহপাঠীদের স্নান এবং শৌচকর্মের মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই তারা এই কাজ করেছিলেন বলে অভিযোগ। এ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কলেজে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে কলেজে বিক্ষোভ প্রদর্শন করেছেন পড়ুয়ারা।

ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের ডিরেক্টর জানিয়েছেন, কলেজে মোবাইল নিয়ে আসার জন্য এবং শৌচালয়ে ভিডিও তোলার জন্য তিন ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে।

গত বছর পঞ্জাবে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়েও ঠিক একই রকম ঘটনার কথা প্রকাশ্যে এসেছিল।

ছাত্রীর স্নানের ভিডিও ফাঁস হওয়ার অভিযোগে উত্তপ্ত হয়েছিল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের মোহালি ক্যাম্পাস।

অভিযোগ ওঠে, হোস্টেলে ছাত্রীদের স্নানের ভিডিও তুলে ফাঁস করেছেন এক আবাসিক। পরে জানা যায়, এক ছাত্রী নিজের স্নানের ভিডিয়ো তুলে তারই বন্ধুকে পাঠিয়েছিলেন। ঐ ছাত্রী এবং তার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীর স্নানের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্ল্যাকমেইল করার অভিযোগে এক জওয়ানকে গ্রেফতারও করা হয়েছিল।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ