প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০২:৪৪ এএম
আইনজীবী আব্দুল রাজ্জাক হত্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার দেশটির সুপ্রিমকোর্ট তাকে মুক্তির আদেশ দিয়েছে।
জুনের ৬ তারিখ ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার জন্য বেলুচিস্তান হাইকোর্টে যাওয়ার সময় কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন ওই আইনজীবী। সরকার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একে অপরকে এ হত্যাকাণ্ডের জন্য পাল্টাপাল্টি অভিযোগ করে। তবে নিহত আইনজীবীর ছেলে ইমরান খানকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে এক মামলায় মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। নির্বাচক মণ্ডলিকে অবমাননা সম্পর্কিত একটি মামলায় তার বিরুদ্ধে সোমবার এ পরোয়ানা জারি করে ইসিপি।