প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৬:২০ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে নাগরিক অধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটররা জানিয়েছেন, মানসিক সংকটে ভোগা এক ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মাউন্ট ভের্ননের পুলিশ বাহিনীর কমান্ডার সার্জেন্ট মারিও স্টুয়ার্ট ওই ব্যক্তির শরীরে দুই মিনিটের মধ্যে সাতবার তার স্টান গান ব্যবহার করেছিলেন। স্টান গান বৈদ্যুতিক শক দিয়ে কাউকে অচেতন করার জন্য ব্যবহার করা হয়। সার্জেন্ট স্টুয়ার্টের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে সেই ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি ডামিয়ান উইলিয়ামস বলেন, স্টুয়ার্ট এই কাজের মাধ্যমে কেবল একজন অফিসার হিসাবে তার দায়িত্বই লঙ্ঘন করেননি, আইনও অমান্য করেছেন।
তবে সার্জেন্ট স্টুয়ার্টের আইনজীবী কেভিন কনওয়ের দাবি, তার মক্কেল নিজের দায়িত্ব পালন করছেন এবং কোনো অধিকার লঙ্ঘন করেননি বা অপরাধ করেননি।
বিএস/