• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন পুতিন

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৩:৩০ এএম

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন পুতিন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১৯ জুলাই) ক্রেমলিনের মুখাপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিকস সম্মেলনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটি হবে একটি পরিপূর্ণ অংশগ্রহণ।’

তিনি আরও বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্মেলনে শারীরিকভাবে যোগ দেবেন।

এর আগে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না।

প্রেসিডেন্ট পুতিন সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্তটি ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয় জানায়।

আগামী ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন শুরু হবে। এতে পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাকে আমন্ত্রণ জানানোর পর দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে চলতি বছরের ১৭ মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আন্তর্জাতিক আদালতের সদস্য রাষ্ট্র হিসেবে পুতিন সফরে এলে তাকে গ্রেফতারের বাধ্যবাধকতা রয়েছে দক্ষিণ আফ্রিকার ওপর। তবে এ পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে মস্কো।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ