• ঢাকা শুক্রবার
    ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মাদক মামলায় ট্রাকচালকসহ তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১১:৫৭ পিএম

মাদক মামলায় ট্রাকচালকসহ তিনজনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) ও আসাদুল ইসলাম (৩২)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে। তারা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। তবে তাদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জিএম মুরাদ।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের একটি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব। এসময় ট্রাকের কেবিন থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়। পরে পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত দণ্ডপ্রাপ্তদের দোষী সাব্যস্ত করেন। এরপর বিচারক রায় ঘোষণা করেন।’

আর্কাইভ