• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৮:০০ পিএম

আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এদিকে ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির হুমকি জারি করে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৯.৩ কিলোমিটার (৫.৭৮ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস।

আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই সপ্তাহ আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। ইউএসজিএস এর তথ্য অনুসারে, আগেই সেই ভূমিকম্পটি শহরের প্রায় ১২ মাইল দক্ষিণে এবং ঈগল নদীর প্রায় দুই মাইল দক্ষিণে রেকর্ড করা হয়েছিল।

অবশ্য ভূমিকম্পের জেরে সেসময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস এর প্রদত্ত ডেটা অনুযায়ী, ভূপৃষ্ঠের ১৭.৫ মাইল গভীরতায় আঘাত হানে ওই ভূমিকম্পটি। এর আগে পশ্চিম উপকূলে আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ