• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বেলারুশে প্রবেশ করেছে ওয়াগনার সেনারা

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০২:৪০ এএম

বেলারুশে প্রবেশ করেছে ওয়াগনার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা বেলারুশে প্রবেশ করেছে। ইউক্রেনের বর্ডার গার্ড জানিয়েছে, রাশিয়া থেকে এসব সেনা বেলারুশের ভূখণ্ডে এসেছেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের বিরুদ্ধে গত ২৩ জুন বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। এতে নেতৃত্ব দেন বাহিনীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। এ বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে রাশিয়ার চুক্তি হয়—  ওয়াগনার সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হতে হবে। অথবা তাদের বেলারুশে চলে যেতে হবে।  

ইউক্রেনের বর্ডার গার্ড জানিয়েছে, রাশিয়ার থেকে বেলারুশে ওয়াগনারের কত সেনা প্রবেশ করেছেন; এখন সেটি বের করার চেষ্টা করছেন তারা।

একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) সকালে ওয়াগনারের ৬০টি যানের একটি বহর রাশিয়া থেকে বেলারুশে ঢুকেছে।

জুনে ওয়াগনারের সেই বিদ্রোহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাকে শঙ্কায় ফেলে দিয়েছিল।

ওয়াগনার গ্রুপে যেসব সেনা আছেন তাদের অনেক আগে রাশিয়ার মূল সেনাবাহিনীতে কাজ করেছেন। এছাড়া এ বাহিনীতে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছেন।

গত বছর ইউক্রেনে পুতিন বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে সেনা পাঠান। ওই সময় তাদের সঙ্গে যোগ দেয় ওয়াগনার গ্রুপও। ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহর দখলে ওয়াগনার বড় ভূমিকা রাখে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াগনার জেলবন্দি অনেক আসামীকেও বাহিনীতে নিয়োগ দেয়।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ