• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১৭৪ বছরে সবচেয়ে গরম ছিল এ বছরের জুন মাস

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৬:১৮ পিএম

১৭৪ বছরে সবচেয়ে গরম ছিল এ বছরের জুন মাস

আন্তর্জাতিক ডেস্ক

গত ১৭৪ বছরের মধ্যে— ২০২৩ সালের জুন মাস সবচেয়ে গরম ছিল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ও জাতীয় মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় প্রশাসনের (নোয়া) বিশ্লেষক ও বিজ্ঞানীরা জানিয়েছেন এ তথ্য।

গত ১৭৪ বছর ধরে বিশ্বের তাপমাত্রার যে রেকর্ড রাখা হচ্ছে তাতে দেখা গেছে, এ বছরের জুনে অসহনীয় গরম পড়েছিল।

নোয়া গবেষণায় আরও খুঁজে পেয়েছে, এটি প্রায় ১০০ শতাংশ নিশ্চিত, ২০২৩ সালটি রেকর্ডবুকে লিপিবদ্ধ ‘বিশ্বের সবচেয়ে উষ্ণতম ১০ বছর’-এর মধ্যে একটিতে থাকবে। এছাড়া এ বছরটির উষ্ণতম পাঁচটি বছরের থাকার সম্ভাবনা রয়েছে ৯৭ শতাংশ।

এল নিনো জলবায়ু প্যাটার্নের কারণে বর্তমানে এমন উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছে নোয়া।

এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পানি সাধারণের তুলনায় বেশি উত্তপ্ত থাকে। আর এ বাড়তি তাপমাত্রা বিশ্বের আবহাওয়া পরিবর্তন করে দেয় এবং বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি করে।

নোয়ার ন্যাশনাল সেন্টার ফর এনভাইরনমেন্ট ইনফরমেশনের (এনসিইআই) বিজ্ঞানীরা দেখেছেন  জুনের বৈশ্বিক পৃষ্ঠতলের তাপমাত্রা— ২০ শতকের গড় তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

নোয়া জানিয়েছে, এবারই প্রথমবার জুনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী গড় তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি আরও বলেছে, ‘আবহাওয়ার বিশেষ পরিস্থিতি এল নিনো মে মাসে দুর্বল ছিল; কিন্তু সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের তাপমাত্রায় ফিরে যাওয়ায়, জুনে এটির শক্তি বৃদ্ধি পেয়েছে।’

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ