• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

লিবিয়ায় তিন মানবপাচারকারীর কারাদণ্ড

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৮:০৯ পিএম

লিবিয়ায় তিন মানবপাচারকারীর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছে লিবিয়ার একটি আদালত। ওই তিন মানবপাচারকারী অভিবাসন প্রত্যাশীদের নির্যাতনসহ নানান অপকর্মে জড়িত ছিলেন।

লিবিয়িার ইতিহাসে এবারই প্রথমবারের মতো মানবাপাচারেরর অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রোববার (৯ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছ বার্তাসংস্থা এপি।  

উত্তর আফ্রিকার এ দেশটির মাধ্যমে ইউরোপের দেশ ইতালি ও গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। কিন্ত তাদের মধ্যে বেশিরভাগই দালাল ও অপরাধী চক্রের খপ্পরে পড়ে যান।

রাজধানী ত্রিপলীর ওই আদালত যে তিন মানবপাচারীকে কারাদণ্ড দিয়েছেন তারা অভিবাসন প্রত্যাশীদের আটক ও নির্যাতন এবং তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছে।

লিবিয়ার প্রধান কৌঁসুলি এক বিবৃতিতে জানিয়েছেন, তিনজনের মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অপর দু’জনকে ২০ বছরের দণ্ড দেওয়া হয়েছে।

তবে বিবৃতিতে এই মানবপাচারকারীদের নাম, জাতীয়তা ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রাজনৈতিকভাবে লিবিয়া এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আর এ সুযোগটি কাজে লাগিয়ে অপরাধীদের বিশাল একটি চক্র অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের লিবিয়ায় নিয়ে আসে। এরপর ছোট ছোট রাবারের নৌকায় করে তাদের ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের দেশে পাচার করে। কিন্তু সবাই এসব নৌকায় করে ইউরোপে পৌঁছাতে পারেন না। এর আগেই তাদের সলিল সমাধি ঘটে তাদের। 

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ