• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিশ্বে বেড়েছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৮:১১ এএম

বিশ্বে বেড়েছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের থাবায় রীতিমতো কাঁপছে গোটা বিশ্ব। কিছুতেই থামানো যাচ্ছে না এর ভয়াবহ তাণ্ডব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকাও। 

২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৫৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দুই শতাধিক। একই সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৯০১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৮ হাজার।

এতে করে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার ৪৪৬ জন এবং মোট শনাক্ত ১৮ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ১৫৯ জন।

গত এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে।

শনিবার (৩ জুলাই) সকালে করোনাভাইরাসের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

করোনায় সবচেয়ে বেশি কাঁপছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৪০১ জন শনাক্ত এবং ৬ লাখ ২০ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ১ হাজার ৮৭৯ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ১৬৫ জন। 

অপরদিকে মহামারির শুরু থেকে এ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ১৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৮ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় তাদের অবস্থান তৃতীয়।

গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৭ জন। সেখানে মোট শনাক্ত ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৬৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

টিআর/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ