• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চিরকুমারদের জন্য বিশেষ পেনশন চালু হচ্ছে ভারতের এক রাজ্যে

প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ০৭:৫৬ পিএম

চিরকুমারদের জন্য বিশেষ পেনশন চালু হচ্ছে ভারতের এক রাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

বয়স ৪৫ হয়ে গেছে কিন্তু এখনও বিয়ে করেননি এমন অবিবাহিতদের জন্য বিশেষ পেনশন সুবিধা চালু করছে ভারতের হরিয়ানা রাজ্য সরকার। আগামী এক মাসের মধ্যে চালু হতে পারে এ প্রকল্প। 

৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতরা এ সুবিধার আওতায় থাকবেন। 

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতরা প্রতি মাসে ২ হাজার ৭৫০ টাকা করে পেনশন পাবেন। তবে এর জন্য রয়েছে একটি শর্তও। এই পেনশন প্রকল্পে আবেদনকারীদের বার্ষিক রোজগার হতে হবে ১ লাখ ৮০ হাজার টাকার কম।   

এই পেনশন প্রকল্প চালু হলে দুই লাখ মানুষ উপকৃত হবেন বলেও জানান মনোহরলাল খট্টর। 

পেনশন প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা মিলবে ২ হাজার ৭৫০ টাকা। ৪০ থেকে ৬০ বছর বয়সী যে বিধবাদের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।  

এ ছাড়া রাজ্যে পুলিশের জন্যও যোগ হচ্ছে বাড়তি সুবিধা। কনস্টেবল এবং হেড কনস্টেবলরা মোবাইলের খরচ বাবদ পাবেন ২০০ টাকা করে। অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টররা পাবেন ২৫০ টাকা এবং সাব ইনস্পেক্টররা পাবেন ৩০০ টাকা। ইনস্পেক্টর ব়্যাংকের অফিসাররা পাবেন ৪০০ টাকা করে।

 

বিএস/

আর্কাইভ