• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সুইডেনে মসজিদের বাইরে কোরআন অবমাননায় জরুরি বৈঠক ডেকেছ জাতিসংঘ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৫:২৮ এএম

সুইডেনে মসজিদের বাইরে কোরআন অবমাননায় জরুরি বৈঠক ডেকেছ জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনে মসজিদের বাইরে কোরআন অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম বিশ্ব। এরই পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। পাকিস্তানের আহ্বানে এই বৈঠক ডেকেছে জাতিসংঘ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে জেনেভাভিত্তিক জাতিসংঘ মানবাধিকার পরিষদের মুখপাত্র জানিয়েছেন, চলিত সপ্তাহের শেষ দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষ বেড়ে যাওয়া এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হবে।  

গত সপ্তাহে সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। স্টকহোম পুলিশ অনুমোদিত একটি বিক্ষোভ মিছিলের সময় এক ব্যক্তি এটি করেছিল।

পরে বিশ্বের মুসলিম দেশগুলো সংগঠন ইসলামিক সম্মেলন সংস্থা-ওআইসি এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানালে সুইডিশ সরকার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর মতো ইসলাম বিদ্বেষী ঘটনার নিন্দা জানায়।

বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তারা এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সুইডিশ সরকারকে ত্বরিত পদক্ষেপ নিতে আহ্বান জানায়।  

তবে সবচেয়ে কড়া প্রতিবাদ জানায় মরক্কো। দেশটি সুইডেনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। প্রায় একই ধরনের কাজ করে ইরান। সুইডেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের যোগদান আটকে দেয় দেশটি। স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনার পরপরই এর প্রতিবাদে ইরাকিরা বাগদাদে সুইডিশ দূতাবাসে ভাঙচুর চালায়।

এই ঘটনার প্রতিবাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অপমান করা যে, বাক স্বাধীনতা নয় তা আমরা পশ্চিমা উদ্ধত জনগণকে ভালো করে শিখিয়ে দেবো।’  

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ