প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৫:২৬ পিএম
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার অবস্থান নিয়ে দুই নেতার আলোচনায় গুরুত্ব পায়।তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।খবর ডেইলি সাবাহর।
এরদোগান বলেন, সুইডেন তাদের সন্ত্রাস আইনে সংস্কার এনেছে। পিকেকে এখনও তাদের দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সংগঠিত করতে সচেষ্ট।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ ধরনের পরিস্থিতি অগ্রহণযোগ্য।
আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তুরস্ক ও জার্মান নেতা একমত হয়েছেন।
তুর্কি প্রেসিডেন্টের মতে, সুইডেন সন্ত্রাসী সংগঠনগুলোর `আস্তানা`। উত্তর ইউরোপের দেশটি তাদের পার্লামেন্টে `সন্ত্রাসীদের` কথা বলার অনুমতি দেয়।
`তারা সন্ত্রাসীদের বিশেষ আমন্ত্রণ জানায়। তাদের পার্লামেন্টে পিকেকেপন্থি সদস্য আছে। তাদেরকে কেমন করে বিশ্বাস করবো?`
তুরস্কে কুর্দি-প্রধান অঞ্চলে গত কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে কুর্দিস্তান পিপলস পার্টি (পিকেকে)। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে জঙ্গি সংগঠন হিসেবে গণ্য করে।
এডিএস/