• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এরদোগানের সঙ্গে যে কথা হলো জার্মান চ্যান্সেলরের

প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৫:২৬ পিএম

এরদোগানের সঙ্গে যে কথা হলো জার্মান চ্যান্সেলরের

আন্তর্জাতিক ডেস্ক

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার অবস্থান নিয়ে দুই নেতার আলোচনায় গুরুত্ব পায়।তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, সুইডেন তাদের সন্ত্রাস আইনে সংস্কার এনেছে। পিকেকে এখনও তাদের দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সংগঠিত করতে সচেষ্ট।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ ধরনের পরিস্থিতি অগ্রহণযোগ্য।

আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তুরস্ক ও জার্মান নেতা একমত হয়েছেন। 


তুর্কি প্রেসিডেন্টের মতে, সুইডেন সন্ত্রাসী সংগঠনগুলোর ‍‍`আস্তানা‍‍`। উত্তর ইউরোপের দেশটি তাদের পার্লামেন্টে ‍‍`সন্ত্রাসীদের‍‍` কথা বলার অনুমতি দেয়।

‍‍`তারা সন্ত্রাসীদের বিশেষ আমন্ত্রণ জানায়। তাদের পার্লামেন্টে পিকেকেপন্থি সদস্য আছে। তাদেরকে কেমন করে বিশ্বাস করবো?‍‍`

তুরস্কে কুর্দি-প্রধান অঞ্চলে গত কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে কুর্দিস্তান পিপলস পার্টি (পিকেকে)। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে জঙ্গি সংগঠন হিসেবে গণ্য করে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ