• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মোদিকে ‍‍`বিশ্বনেতা’ বলে প্রশংসা করলেন কামালা হ্যারিস

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ১১:১৫ পিএম

মোদিকে ‍‍`বিশ্বনেতা’ বলে প্রশংসা করলেন কামালা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‍‍`বিশ্বনেতা’ বলে প্রশংসা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর শুরুতে ভারতকে বিশ্ব নেতৃত্বের অবস্থানে নিয়ে এসেছেন মোদি। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

শুক্রবার (২৩ জুন) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে সফররত ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

সেই অনুষ্ঠানেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা। মোদির উদ্দেশে তিনি বলেন, ‍‍`ভারতের ইতিহাস আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। শুধু আমাকে নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করেছে।‍‍`

এরপর মোদির প্রশংসায় কামালা বলেন, ‘একবিংশ শতাব্দীতে ভারতকে বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হতে সাহায্য করার জন্য আপনার ভূমিকা ও নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’
 
তিনি আরও বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি আমি। আমি দেখেছি ভারতের বৈশ্বিক প্রভাব কীভাবে বিস্তৃত হয়েছে। ভারতের তৈরি ভ্যাকসিন জীবন বাঁচিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের। ভারতের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আফ্রিকা মহাদেশকে সমৃদ্ধ করে তুলেছে এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করেছে। ইন্দো-প্যাসিফিকে একটি মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে ভারত।’


ভারতের প্রশংসা শোনা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মুখেও। তিনি বলেন, ‍‍`যুক্তরাষ্ট্রে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ভারত। আমরা এখানে সমোচা খেতে খেতে ঝুম্পা লাহিড়ীর উপন্যাস উপভোগ করি। আমরা মিন্ডি কালিং’র কমেডি দেখে হাসি। আমরা কোচেল্লায় দিলজিতের তালে নাচি।’

তিনি আরও বলেন, ‘আমরা যোগব্যায়াম করে নিজেদের কমবেশি ফিট ও সুস্থ রাখছি।‍‍` তিনি আরও বলেন, ‍‍`আমরা যখনই মার্কিন স্বপ্ন বা ভারতীয় স্বপ্নের কথা বলি, মানুষ সেই সুযোগের ওপর বিশ্বাস রাখেন। সেটাই যুক্তরাষ্ট্র ও ভারতের আকাঙ্ক্ষা। আমরা যেন লক্ষ্যে আরও এগিয়ে যায়, এই আশাই করছি আমি।‍‍`
 
এর আগে বৃহস্পতিবার (২২ জুন) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। ভাষণে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের কথা তুলে ধরেন তিনি। বলেন, ‍‍`এই দেশে লাখ লাখ মানুষ রয়েছে যাদের নাড়ির টান রয়েছে ভারতের সঙ্গে। তাদের মধ্যে অনেকেই এই চেম্বারে বসে আছেন। আমার পেছনেই একজন বসে আছেন। তিনি ইতিহাস গড়েছেন।‍‍`

মোদি সেই সময় মূলত কামালা হ্যারিসের কথা বলছিলেন। সিনেট চেয়ারম্যান হিসেবে সেই সময় তিনি মোদির পেছনের আসনে বসে ছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হন কামালা।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ