• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মস্কোর দিকে অগ্রসর হচ্ছে ভাড়াটে ওয়াগনার বাহিনী

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ১০:২১ পিএম

মস্কোর দিকে অগ্রসর হচ্ছে ভাড়াটে ওয়াগনার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই হুমকি হয়ে উঠেছে তারা। রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাচ্ছে গ্রুপটি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

বিবিসির প্রতিবেদন মতে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কিছু ওয়াগনার সেনা ভোরেনেজ এলাকা দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটা নিশ্চিতভাবেই মস্কোতে যাওয়ার রাস্তা।

ভোরেনেজ এলাকা রাজধানী মস্কো ও রোস্তভ-অন-ডনের মাঝখানে অবস্থিত। এ রাশিয়ান শহরটি এখন ওয়াগনারের ভাড়াটে যোদ্ধারা দখল করেছে বলে জানা গেছে। এছাড়া তারা রোস্তভ-অন-ডনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করেছে।


যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগ বলছে, ওই বিদ্রোহ এখন রুশদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ বিদ্রোহ মূলত একটি ‍‍`সরাসরি সামরিক সংঘর্ষ‍‍`। ওয়াগনার গ্রুপ দু’টি স্থান দিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করেছে।

ওয়াগনার গোষ্ঠীর প্রধান রুশ সামরিক নেতৃত্বকে উৎখাত করার প্রতিশ্রুতি দেওয়ার পরে এবং দেশটির দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সামরিক সদর দফতর দখলের পর রাশিয়া তার মস্কো অঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ