প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০২:০৯ এএম
ভারতের গাজিয়াবাদের রাস্তায় চলন্ত বাইকে তরুণ-তরুণীর রোমান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। মোটরবাইকটির পেছনে থাকা একটি গাড়ি থেকে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে উচ্চগতিতে মোটরবাইকটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। তার সঙ্গে সামনে কোলের ওপর বসে ছিল তরুণী। এ সময় তরুণকে শক্ত করে জড়িয়ে ধরে সে।
ভিডিওটি পোস্ট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘটনাটি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। ওই তরুণ-তরুণী রাস্তার নিরাপত্তা নিয়ম ভাঙার পাশাপাশি হেলমেটও ব্যবহার করেনি। টুইটারের অন্যান্য ব্যবহারকারীরা ভিডিওটি উত্তরপ্রদেশের পুলিশ ও গাজিয়াবাদ ট্রাফিক পুলিশ বিভাগকে ট্যাগ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
একজন ব্যবহারকারী লিখেছেন, এটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। এখানে কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা করা হয় না। তরুণীর বাইকে বসার ধরন নিয়ে বিষ্ময়ও প্রকাশ করেন তিনি।
এদিকে গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার ভিডিওটির তদন্তের ব্যাপারে কথা বলেছেন। ভিডিওটি যাচাই-বাছাইয়ের সময় এক ইন্সপেক্টরকে ব্যবস্থা নিতে বলা হয়। সেখানের পুলিশ বিভাগ জানিয়েছে, এরই মধ্যে ওই তরুণ-তরুণীকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেকেএস/