• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ধসে পড়া ভবন পরিদর্শনে বাইডেন দম্পত্তি

প্রকাশিত: জুলাই ২, ২০২১, ০৩:৩২ পিএম

ধসে পড়া ভবন পরিদর্শনে বাইডেন দম্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক

ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় পার হয়েছে। তারপরও মায়ামিতে ধসে পড়া ভবন থেকে এখনো জীবিত মানুষের সন্ধান পাওয়া সম্ভব বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ভবন ধসে নিহত এবং নিখোঁজদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার (১ জুলাই) বাইডেন এই মন্তব্য করেন।

গত বুধবার (২৪ জুন) গভীর রাত মায়ামির উত্তরাংশের সার্ফসাইড এলাকায় ১২ তলা এক আবাসিক ভবনের অর্ধেক ধসে পড়ে। ভবনটির অধিকাংশ বাসিন্দা তখন ঘুমিয়ে ছিলেন। 

বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ফ্লোরিডার সার্ফসাইডে ভবন ধসের ঘটনাস্থল পরিদর্শনে যান। বৃহস্পতিবার ভোরে বাইডেন দম্পতি এয়ারফোর্স ওয়ানে করে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সেখানে বাইডেন বলেন, এই ঘটনায় আপনাদের মতো আমরাও অত্যন্ত দুঃখ ও শোকাহত দিন পার করছি। এ সময় ভবন ধসের কারণ অনুসন্ধানের ওপরও জোর দেন বাইডেন।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মায়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিইন কাভা সন্ধান ও উদ্ধারকাজ বন্ধের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ভবনের অক্ষত অংশটিতে কাঠামোগত ত্রুটি রয়েছে। যার কারণে আমরা ভোরের দিকে উদ্ধার তৎপরতা বন্ধ করতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া মাত্র আমরা উদ্ধার অভিযান আবার শুরু করব।

উল্লেখ্য, ১৯৮০ সালে নির্মিত ওই ভবনটিতে ১৩০টি ইউনিট ছিল। ধসের ফলে ১৩০টি ইউনিটের অর্ধেক, অর্থাৎ ৬৫টি ইউনিটই তছনছ হয়ে গেছে। ভবন থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ১৪৫ জন।

শামীম/সবুজ/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ