• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিগগিরই ভিডিও ছেড়ে দেব, খেলোয়াড়কে যৌনকর্মীর হুমকি

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৭:২২ পিএম

শিগগিরই ভিডিও ছেড়ে দেব, খেলোয়াড়কে যৌনকর্মীর হুমকি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের এনবিএ তারকা জিওন উইলিয়ামসনের সঙ্গে পর্নস্টার মোরিয়াহ মিলসের দ্বন্দ্ব চরমে। যেখানে সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সোমবার রাতে মোরিয়াহ হুমকি দিয়ে জানান, তিনি দুজনের মধ্যে হওয়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছেড়ে দেবেন। খবর ডেইলি মেইলের।

তাদের দ্বন্দ্ব সামনে আসে মূলত দ্য নিউ ওরলেন্স পেলিকান্সের তারকা যখন জানান যে, তার প্রেমিকা ও তিনি সন্তানের আশায় আছেন। এরপর থেকে অনলাইনের বিভিন্ন মাধ্যমে একের পর এক পোস্ট দিয়েই যাচ্ছেন মোরিয়াহ।

এই যৌনকর্মী দাবি করেন, বাস্কেটবল তারকার সঙ্গে তিনিও অন্তরঙ্গ সময় কাটিয়েছেন এবং বলেন, ‘প্রার্থনা করুন আমি গর্ভবতী যেন না হই।’ তিনি জিওনের এনবিএ ক্যারিয়ারও শেষ করে দেওয়া হুমকি দেন।

মোরিয়াহ এ নিয়ে ২০টি টুইট করেন। যেখানে ভিডিও ফাঁস করে দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের জন্য মামলাও করার কথা জানান। তবে এসব টুইটের পর তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়।

১.১ মিলিয়ন ভক্তের টুইটার অ্যাকাউন্টে মোরিয়াহ লিখেন, ‍‍`এনবিএ আমার কাছে আমার এবং জিওন উইলিয়ামসনের যৌন ভিডিও আছে। সে নিউ ওরলেন্সে থাকার যোগ্য নয় !!! শিগগিরই ভিডিও ছেড়ে দেব।’

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ