• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মোদি-মাস্ক বৈঠক, ভারতে কারখানা করবে টেসলা

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৭:০৯ পিএম

মোদি-মাস্ক বৈঠক, ভারতে কারখানা করবে টেসলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন।

আর সেই বৈঠকের পর ভারতে টেসলার কারখানা প্রতিষ্ঠার কথা জানিয়েছেন মাস্ক। বুধবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ভারতে যাবে বলে জানিয়েছেন সিইও ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তার মন্তব্য সামনে এলো।

মোদির সঙ্গে বৈঠকের পর মাস্ক জানান, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অসাধারণ আলোচনা হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানাতেও এসেছিলেন। তাই আমাদের আগে থেকেই পরিচয় আছে।’

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় টেসলা কারখানায় গিয়েছিলেন নরেন্দ্র মোদি। মাস্ক বলেছেন, ‘ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলোর তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি।’

টেসলার ভারতে যাওয়া এবং কারখানা করা নিয়ে মাস্ক বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, টেসলা যত দ্রুত সম্ভব ভারতে যাবে।’

ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে মাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই তিনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদি সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ নিতে চান।’

নিজেকে মোদির ‘ফ্য়ান’ হিসাবে দাবি করে ইলন মাস্ক বলেন, ‘ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করতে পারলে খুব ভালো হবে… আমরা ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি হয়তো আগামী বছর ভারত সফরে যাব।’

এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী। ভারতে কোথায় কারখানা হবে তা তিনি এই বছরের শেষ দিকে ঠিক করে ফেলতে চান।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হয়েছিল ইলন মাস্কের। সেই সময় ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটরসের কারখানা পরিদর্শন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ