• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চলমান যুদ্ধের মধ্যেও ইউক্রেনে ফসল উত্তোলন শুরু

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০১:০৯ এএম

চলমান যুদ্ধের মধ্যেও ইউক্রেনে ফসল উত্তোলন শুরু

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের উৎপাদিত শস্য কাটা শুরু করেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসার কৃষকরা। শীতের শুরুর দিকে বার্লি মাড়াই করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সোমবার (১৯জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউক্রেন বিশ্বের অন্যতম  শস্য উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। তবে রাশিয়ার আগ্রাসনের কারণে চলতি বছর ইউক্রেনের শস্য উৎপাদন ৪৫ মিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে। যেখানে গত বছর দেশটি ৫৩ মিলিয়ন টন শস্য উৎপাদন করেছিলো।

গত সপ্তাহে কৃষি মন্ত্রণালয় বলেছে, চলতি বছর ইউক্রেনে ১৩ মিলিয়ন হেক্টর জমিতে বীজ বপণ করা হয়েছে। গত ১৬জুন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ১০০ হেক্টর জমিতে গম, ৮ লাখ ১০ হাজার হেক্টর জমিতে বার্লি, ১ লাখ ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে মটর বপণ করা হয়েছে। 

এছাড়া ১ লাখ ৪৬ হাজার ২০০ হেক্টর জমিতে ওটস, ৪ মিলিয়ন হেক্টর জমিতে ভুট্টা এবং অন্যান্য পণ্য বপণ করা হয়েছে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ