• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

৩০ বছর ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন জারহাদি

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১২:৪৭ এএম

৩০ বছর ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন জারহাদি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিশ বছরেরও বেশি সময় ধরে আয়েদ আল জারহাদি নামে এক সৌদি নাগরিক তার ব্যক্তিগত গাড়িতে হজযাত্রীদের একটি সীমান্ত শহর থেকে পবিত্র মক্কা শহরে বিনা মূল্যে পরিবহন করে আসছেন। খবর আল আরাবিয়া টিভির।

আয়েদ আল জারহাদি জানান, তিন দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমানা থেকে হজযাত্রীদের বিনা মূল্যে পবিত্র স্থান মক্কায় পৌঁছানোর জন্য রাইড সরবরাহ করছেন।

তিনি বলেন, ‍‍`আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনা মূল্যে বৃদ্ধ ও নারীদের পরিবহন করি।’

কিছু সৌদি স্বেচ্ছাসেবক প্রতিবছর হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহনসহ, বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। আর এই হজযাত্রীদের সাধারণত ‍‍`আল্লাহর অতিথি‍‍` বলা হয়।

তাদের মধ্যে একজন হলেন ফাহদ আল হামলি, যিনি কয়েক বছর ধরে তার ফার্ম হাউসে শত শত হজযাত্রীকে দাওয়াত করেন। যেখানে তিনি তাদের খাবার এবং বিখ্যাত সৌদি কফি উপহার দেন।

হামলি বলেন, ‍‍`আতিথেয়তা আমাদের আরবদের ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি।’

ইসলামের পাঁচটি ফরজ দায়িত্বের একটি হজ জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

যারা শারীরিক ও আর্থিকভাবে হজের সামর্থ্য রাখে, তাদের জীবনে অন্তত একবার হজ পালন করতে হবে।

 

জেকেএস/
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ