• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মোদি যখন গীতিকার

প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০১:৪৩ এএম

মোদি যখন গীতিকার

আন্তর্জাতিক ডেস্ক

গান লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই গান গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের গ্র্যামি জয়ী গায়িকা ফাল্গুনী শাহ। যিনি ফালু নামে পরিচিত। শুক্রবার হিন্দি ও ইংরেজি দুই ভাষায় গানটি প্রকাশ হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০২৩ সালকে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস’ হিসেবে ধরা হয়েছে। এ উপলক্ষ্যে গানটি লিখেছেন মোদি। গানে বিশ্বে খাদ্য নিরাপত্তা জোরদারে খাদ্যশস্য ‘বাজরা’র উপকারিতা তুলে ধরা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিল্পী ফাল্গুনী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গান নিয়ে ‘ফিউশন’ করেন। ২০১৭ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ হয়। সংগীত পরিচালক এআর রহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী।

মোদিকে নিয়ে ফাল্গুনী বলেন, প্রধানমন্ত্রীর জন্য গান লেখা এক বিষয় এবং তার লেখায় কণ্ঠ দেওয়া আরেক বিষয়। যেকোনো শিল্পীর জন্য এটা একটা বড় সুযোগ।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ