• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফ্রান্স

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৭:২১ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফ্রান্স

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল ফ্রান্স। দেশটির পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৮। ফ্রান্সের পক্ষ থেকে এটিকে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি মন্ত্রী ক্রিস্টোফ বেচু বলেছেন, এটি দেশটির ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি।

ফরাসি সেন্ট্রাল সিসমোলজিক্যাল ব্যুরো সর্বশেষ ভূমিকম্পকে ‘খুব শক্তিশালী’ বলে উল্লেখ করেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, এর আগে সর্বশেষ ২০০০-এর দশকের শুরুতে ফ্রান্সে এমন শক্তির ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ক্ষতির বিষয়ে ফ্রান্সের প্রিফেকচারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চ থেকে ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে অনেক জায়গায় ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ডিউক্স-সেভার্স বিভাগে ভূমিকম্পের সময় আহত হয়েছেন একজন ব্যক্তি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পের ফলে দক্ষিণাঞ্চলের চারেন্টে-মেরিটাইম ডিপার্টমেন্টে ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া বিদ্যুৎ লাইন বিপর্যয়ের ফলে এক হাজারের বাড়িতে অন্ধকার নেমে আসে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ