• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে আগুনে পুড়ে মারা গেলেন মা ও পাঁচ সন্তান

প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ০২:৫৮ এএম

ভারতে আগুনে পুড়ে মারা গেলেন মা ও পাঁচ সন্তান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচ সন্তানসহ এক মা পুড়ে মারা গেছেন। বুধবার রাতে রাজ্যের কুশিনগর জেলার উরধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় তাঁরা ঘুমিয়েছিলেন। শিশুদের বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে দেখা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বাড়িতে রাখা এলপিজি সিলিন্ডারেও আগুন ধরে যায় এবং এটি বিস্ফোরিত হয়।

পুলিশ জানায়, বাড়িতে যখন আগুন ধরে তখন সংগীতা তাঁর পাঁচ সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। সংগীতার স্বামী, শ্বশুর ও শাশুড়ি ঘরের বাইরে ঘুমাচ্ছিলেন। আগুনের ঘটনায় ঘরের ভেতরের লোকজন জেগে উঠলেও ঘর থেকে বেরোতে পারেননি। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আগুন নেভান। এরপর পরিবারের ছয় সদস্যকে বের করে আনেন। তবে ততক্ষণে তাঁরা মারা গিয়েছেন।

পুলিশ জানায়, প্রথমে বাড়ির টিনের চালায় আগুন ধরে, পরে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে সবাই জেগে ওঠে। প্রতিবেশীরাও এগিয়ে আসে। কিন্তু সবাই চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেনি।

উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেন। পাশাপাশি জেলা কর্মকর্তাদের দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি নিহত প্রত্যেকের জন্য চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ