• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মার্কিন রকস্টারকে আটক করেছে রাশিয়ান পুলিশ

প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০৫:৪৭ পিএম

মার্কিন রকস্টারকে আটক করেছে রাশিয়ান পুলিশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন এক রকস্টারকে মস্কো থেকে আটক করেছে রাশিয়ান পুলিশ। সেই রকস্টারের নাম মাইকেল ট্র্যাভিস লিক। ৫১ বছর বয়সি ট্র্যাভিস লিক মার্কিন সেনাবাহিনীর সাবেক প্যারাট্রুপার।

মাদক পাচারকারী সন্দেহে তাকে আটক করে রাশিয়ার পুলিশ। লিকের বিরুদ্ধে ম্যাফেড্রোন নামের একটি মাদকের উৎপাদন, বিক্রি ও বহনের অভিযোগ রয়েছে বলে জানায় মস্কো।

ম্যাফেড্রোন একপ্রকার মাদক, যা কোকেনের মতো অনুভূতি দেয়। সম্প্রতি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রাশিয়া। ট্র্যাভিসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর আগে মস্কোর একটি আদালত তাকে বিচারপূর্ব দুই মাস কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

সিএনএন জানায়, বৃহস্পতিবার (৮ জুন) রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ট্র্যাভিস লিককে আটকের ভিডিও প্রকাশ করে।

তবে আটক সম্পর্কে লিক জানান, কেন বা কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তা তিনি জানেন না। লিক বলেন, ‘আমি কোনো দোষ করিনি। আমাকে কেন ধরে এনেছে আমি বুঝতে পারছি না।’

ট্র্যাভিস রাশিয়ার বেশ কয়েকটি রক ব্যান্ডের সঙ্গে গায়ক ও প্রযোজক হিসেবে কাজ করেছেন। বর্তমানে ‘লোভি নোচ’ নামের একটি ব্যান্ডের সঙ্গে কাজ করছিলেন।

মার্কিন সেনাবাহিনীর সাবেক প্যারাট্রুপার ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন। ২০১০ সাল থেকে তিনি মস্কোতে বসবাস করছেন।

 

জেকেএস/

আর্কাইভ