• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৯:৪১ পিএম

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, সোমবার (১২ জুন) মিলানের সান রাফায়েল হাসপাতালে তিনি মারা যান।

বারলুসকোনি কিছুদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। গত এপ্রিল মাসে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল।

বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। তিনি বলেন, বারলুসকোনির মৃত্যু একটি ‘বিশাল শূন্যতা’ তৈরি করেছে।

টুইটবার্তায় তিনি আরও বলেন, ‘একটি যুগের অবসান ঘটল... বিদায় সিলভিও।’


ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা বারলুসকোনি। পরে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রী হন।
 
সিলভিও বারলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।

তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন।

বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ