• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ভবন ধসে ২৮ জন নিহত

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০২:১৩ এএম

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ভবন ধসে ২৮ জন নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বৃষ্টির কারণে ভবন ধসসহ নানা ঘটনায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৮ জন শিশু। আহত হয়েছে অন্তত ১৪৭ জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর ডনের।

সূত্র মতে, প্রদেশের বান্নু জেলায় ১৫ জনের প্রাণহানি এবং আরও ১০০ জন আহত হয়েছে। এছাড়া লাক্কি মারওয়াত জেলায় পাঁচজনের প্রাণহানি এবং ৪২ জন আহত হয়েছে।

কারাক জেলায় চারজন এবং দেরা ইসমাইল খান জেলায় একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রদেশে মোট ১৮ জন পুরুষ, একজন নারী ও আট শিশু প্রাণ হারিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসব প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।

দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

 

জেকেএস/

আর্কাইভ