• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পেরুতে চার মাসে ৩৪০০ নারী নিখোঁজ

প্রকাশিত: জুন ১১, ২০২৩, ১০:৩৮ পিএম

পেরুতে চার মাসে ৩৪০০ নারী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

পেরুতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন হাজার ৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) দেশটির ন্যায়পাল কার্যালয় এক প্রতিবেদনে এ কথা জানায়।

ন্যায়পাল কার্যালয়ের প্রতিবেদনের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিখোঁজ হওয়ার জিডির তদন্তে এখন পর্যন্ত এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে এবং এক হাজার ৫০৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে।
 


তিনি বলেন, ৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটিতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। গুম (অধিকাংশে অপহরণ এবং অপহরণ) বিষয়কে অগ্রাধিকারমূলক এজেন্ডা হিসেবে দেখছে না রাষ্ট্র।’

বিভিন্ন নারীবাদী এনজিওদের দাবি, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। কারণ তারা বিশ্বাস করে, ওই নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছে।
 
পেরুতে নারী নিখোঁজের বিষয়টি অনেকটা চরম আকার ধারণ করেছে। গত বছর দেশটিতে পাঁচ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের বেশিরভাগই মেয়ে ও কিশোরী। অবশ্য এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কম। তবে ২০২৩ সালের প্রথম চার মাসেই নিখোঁজের সংখ্যা সাড়ে ৩ হাজারের কাছাকাছি।


এডিএস/

আর্কাইভ