• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ডায়াবেটিসে ভুগছে ভারতের ১০ কোটি ১০ লাখ মানুষ

প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১১:০৬ পিএম

ডায়াবেটিসে ভুগছে ভারতের ১০ কোটি ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ ডায়াবেটিস তথা বহুমূত্র রোগে ভুগছে। দেশটিতে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১০ কোটি ১০ লাখ। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিষয়ক ল্যানসেট জার্নালে প্রকাশিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট জনসংখ্যার হিসেবে ভারতের ১১ দশমিক ৪ শতাংশ মানুষ ডায়াবেটিস রোগী। রাজ্যভিত্তিক হিসেবে গোয়ায় ২৬ দশমিক ৪ শতাংশ, পদুচেরিতে ২৬ দশমিক ৩ শতাংশ ও কেরালায় সাড়ে ২৫ শতাংশ।

দেশটির আরও ১৩ কোটি ৬০ লাখ অর্থাৎ ১৫ দশমিক ৩ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিস তথা প্রাক-ডায়াবেটিস অবস্থায় রয়েছেন। বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪১ কোটি ৭০ লাখ।

গবেষকরা বলছেন, ভারতের ডায়াবেটিসের প্রাদুর্ভাব আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ধারণা করেছিল, ভারতে ৭ কোটি ৭০ লাখা মানুষে ডায়াবেটিসে ভুগছে এবং প্রায় আড়াই কোটি মানুষয়ে মধ্যে প্রাক-ডায়াবেটিস অবস্থায় আছেন। 


গবেষণাটি মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) যৌথভাবে পরিচালনা করে। ভারতের প্রতিটি রাজ্য থেকে ২০ বছরের বেশি বয়সী ১ লাখ ১৩ হাজার মানুষকে নিয়ে গবেষণাটি করা হয়।

মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও গবেষণাপত্রটির অন্যতম লেখক ডা. রঞ্জিত মোহন অঞ্জনা বলেন, ‘৪ দশমিক ৮ শতাংশ নিয়ে সবচেয়ে কম ডায়াবেটিস উত্তরপ্রদেশে। তবে সেখানে ডায়াবেটিস-পূর্ববর্তী অবস্থায় থাকা মানুষের সংখ্যা ১৫ দশমিক ৩ শতাংশ।’
 
অঞ্জনা আরও বলেন, ‘মধ্যপ্রদেশে একজন ডায়াবেটিস রোগীর বিপরীতে তিনজন ডায়াবেটিস-পূর্ববর্তী অবস্থায় আছে। সিকিম খানিকটা ব্যতিক্রম, সেখানে ডায়াবেটিস ও ডায়াবেটিসপূর্ববর্তী অবস্থার মানুষ উভয়ই বেশি। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, যদি আমাদের মধ্যে প্রাক-ডায়াবেটিস থাকে, তবে তা দ্রুত ডায়াবেটিসে রুপান্তর হতে বেশি সময় লাগে না। প্রাক-ডায়াবেটিসে আক্রান্ত ৬০ শতাংশের বেশি মানুষ পরবর্তী পাঁচ বছরে ডায়াবেটিসে আক্রান্ত হন।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ