• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা

প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৬:৩৯ পিএম

ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে ভারতের ওড়িশায়। এবার রাজ্যটির নুয়াপাড়ায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের একটি কোচে আগুন লেগে গিয়েছিল। বৃহস্পতিবার (৮ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক ট্রেন দুর্ঘটনার শঙ্কা কাটতে না কাটতেই আবার দুর্ঘটনা ঘটেছে ওড়িশার দুর্গ-পুরী এক্সপ্রেসে। এবারের ঘটনা অবশ্য খুব বড় কিছু নয়। হতাহতও হয়নি কেউ।

ইস্ট-কোস্ট রেলের (পূর্ব উপকূলীয় রেল) কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পরপরই দ্রুত তা নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। রেল লাইনের ইন্টারলকিংয়ের মধ্যে বোল্ডার ফেলে দেওয়া হয়েছিল। সময়মতো ওই বোল্ডার না সরানো হলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত।

 


বৃহস্পতিবার রাত ১০টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়া জেলার নুয়াপাড়া খারিয়ার স্টেশনে ঢোকে দুর্গ-পুরী এক্সপ্রেস। স্টেশনটি ওড়িশা ও ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত। সেইসময় ধোঁয়ায় ভরে যায় বি-৩ কোচটি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের চেইন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর রাত ১১টা নাগাদ পুরীর উদ্দেশে রওনা দেয় সেই এক্সপ্রেস ট্রেন।  

আরপিএফ ইনস্পেক্টর দিলীপ কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্টেশন ম্যানেজার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে।


এডিএস/

আর্কাইভ