• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
মসজিদে বোমা হামলা

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৫

প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০২:০১ এএম

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশে একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর তোলো নিউজের।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে বাদাখশান প্রদেশের ফৈজাবাদে একটি মসজিদে নামাজের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। খবরে বলা হয়েছে, মসজিদে তালেবান কর্মকর্তাদের টার্গেট করে বোমা হামলা চালানো হয়েছে।

স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, মসজিদে তখন বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদির জানাজার নামাজ চলছিল। সে সময় একটি বিস্ফোরণ ঘটে।

 


চলতি সপ্তাহের শুরুতে (৫ জুন) নিসার আহমেদ আহমাদি এক গাড়িবোমা হামলায় নিহত হন। ওই গাড়িবোমা হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গি গোষ্ঠী।

স্থানীয় তালেবান কর্মকর্তা মুইজুদ্দিন আহমাদি বলেছেন, বিস্ফোরণে কতজন নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাদেশিক হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ