• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফ্রান্সে ছুরি হামলায় শিশুসহ আহত ৮

প্রকাশিত: জুন ৮, ২০২৩, ১০:৩৫ পিএম

ফ্রান্সে ছুরি হামলায় শিশুসহ আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছুরি হামলায় ৬ শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় অ্যানেসি শহরের একটি খেলার মাঠের সামনে এই হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। আহত শিশুদের বয়স প্রায় তিন বছর। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।
 
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন টুইটারে জানান, অ্যানেসিতে একটি স্কোয়ারে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালান। এতে একাধিক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ছুরি হামলার ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে ফ্রান্সের পার্লামেন্টে


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ