• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

যুদ্ধে হেরে যাবে বুঝতে পেরেছে রাশিয়া: জেলেনস্কি

প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৭:০৭ পিএম

যুদ্ধে হেরে যাবে বুঝতে পেরেছে রাশিয়া: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া খুব ভালো করেই বুঝেছে যুদ্ধে হেরে যাবে। তাই কাখোভকা বাঁধ ধ্বংস করে কিয়েভের পাল্টা হামলা বিলম্বিত করার চেষ্টা করছে রাশিয়া বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার বাঁধ ধ্বংসের বিষয়ে জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর আন্দোলু নিউজ এজেন্সির।

জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) এই ভেবে ভীত যে আমরা এই দিকে (খেরসন) পাল্টা আক্রমণ শুরু করব। তারা আমাদের অঞ্চলগুলো স্বাধীন করার এই কাজকে আরও কঠিন করতে চায়... তারা খুব ভালোভাবে বোঝে যে তারা এ যুদ্ধে হেরে যাবে।  

কাখোভকা বাঁধের বিষয়ে জেলেনস্কি বলেন, আমাদের কাছে তথ্য ছিল এখানে কিছু একটা হতে চলেছে। আমরা মিত্রদের বিষয়টি জনিয়েছিলাম।  

তিনি বলেন, যেহেতু ওই অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে তাই, হামলার সঙ্গে মস্কোর সম্পৃক্ততা প্রমাণ করতে পারবে না কিয়েভ। এ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।  

রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের নিপ্রো নদীর ওপর নির্মিত এই বাঁধ ধ্বংসের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ। মস্কোর দাবি, বাঁধের জলাধার থেকে ক্রিমিয়ায় পানি সরবরাহ বন্ধ করতে এই হামলা চালিয়েছে কিয়েভ। অন্যদিকে কিয়েভের দাবি পাল্টা হামলার গতি থামাতে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

 

জেকেএস/

 

আর্কাইভ