• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খেরসনে ৩২ রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন

প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৯:২৩ পিএম

খেরসনে ৩২ রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনীয় বাহিনী রাতে রাশিয়া অধিকৃত খেরসন অঞ্চলের কাখোভকা, নোভায়া কাখোভকা এবং অন্যান্য জনসংখ্যাপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে। ৩২ টিউব আর্টিলারি রকেটে নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন ওই আঞ্চলের জরুরি পরিষেবার একজন কর্মকর্তা।

শনিবার রাতে ইউক্রেন এ হামলায় চালায়। রোববার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর তাস নিউজের।

তিনি বলেন, শনিবার মধ্যরাতে ইউক্রেনীয় বাহিনী নোভায়া কাখোভকা, কাখোভকা, জাভোডোভকা, ভ্যাসিলিভকা এবং ভেলিকায়া লেপেতিখার বসতিপূর্ণ এলাকায় বেসামরিক অবকাঠামোতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে, কামান থেকে সামগ্রিকভাবে ৩২টি শেল নিক্ষেপ করেছে। 


তিনি আরও বলেন, কতজন বেসামরিক হতাহত হয়েছেন সেটি এখনো জানা যায়নি।

এর আগে শনিবার বিকালে ইউক্রেনীয় সেনারা নোভায়া কাখোভকা, পেসচানভকা, আলয়োশকি, গোলায় প্রিস্তান, পোডস্টেপনয়ে এবং কার্দাশিঙ্কার বসতিগুলোতে গোলাগুলি চালায়, টিউব আর্টিলারি টুকরো থেকে মোট ৫১ শেল নিক্ষেপ করে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ