• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তিন সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করলেন মা

প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৫:২৬ পিএম

তিন সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করলেন মা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করেছেন মা। শনিবার (৩ জুন) ভারতের উত্তর প্রদেশের এক গ্রামে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

মারা যাওয়া শিশুরা হলো: আকাশ (৮), কৃতি (২) ও অনু (১)।

পুলিশ জানায়, ঘটনাটি উত্তর প্রদেশের পাজরা গ্রামে শান্তনগর পুলিশ স্টেশনের কাছে ঘটেছে। স্বামীর সঙ্গে ঝগড়া করার পর ওই নারী তার তিন সন্তানকে কুয়োতে ফেলে দেন। এরপর তিনি তার বাড়িতে আগুন লাগিয়ে দেন।

পুলিশ আরও জানায়, অমরজিত পেশায় একজন দিনমজুর। তার স্ত্রী চন্দার সঙ্গে তার দাম্পত্যসম্পর্ক ভালো ছিল না। প্রায় প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো শনিবারও চন্দার সঙ্গে অমরজিতের তর্কবিতর্ক শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তিন সন্তানকে কুয়োয় ফেলে দেন চন্দা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার ওপি সিং বলেন, মারা যাওয়া শিশুদের মায়ের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ