প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৪:০৮ পিএম
বিরোধীদলীয় নেতার কারাদণ্ডকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। দুর্নীতির দায়ে দেশটির বিরোধীদলীয় নেতা উসমান সোনকোকে আদালত দুই বছরের কারাদণ্ড দিলে রাজধানী ডাকারে বিক্ষোভে ফেঁটে পড়েন সমর্থকরা। খবর আল জাজিরার।
সেনেগালের বিরোধীনেতা উসমা সোনকোর রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার (১ জুন) রাজপথে নামেন তার সমর্থকরা। এ সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি চালায় পুলিশ। বিক্ষোভকারীরা পাল্টা ইটপাকালে নিক্ষেপ করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। যানবাহন ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয়ার পাশাপাশি ব্যাপক তাণ্ডব চালায় আন্দোলনকারীরা।
সহিংস এ বিক্ষোভে আহত হন অনেকে। চলে ব্যাপক ধরপাকড়। আদালতের রায় বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সোনকোর সমর্থকরা। রাজধানী ডাকার ছাড়াও এদিন সেনেগালের আরও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়।
এডিএস/